স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে পড়তে থাকে বড় বড় শিলা।
শিলাবৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায়। এছাড়া কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর, চলবলা, আদিতমারী উপজেলার দুর্গাপুর ও সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ওপরেও শিলাবৃষ্টি আঘাত হানে। হাতীবান্ধা উপজেলার স্থানীয় সংবাদকর্মী আসাদুজ্জামান সাজু ও রবিউল ইসলাম রবি বাংলানিউজকে জানান, তাদের জীবনে দেখা এটিই ভয়াবহ শিলাবৃষ্টি। এর আগে কখনই এতো বড় শিলা পড়তে দেখেননি তারা। শিলার আঘাতে অসংখ্য দোকান ও ঘরবাড়ির টিনের চালা ফুটো হয়ে গেছে।
হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার কৃষক আফাজ উদ্দিন বলেন, ৭০ বছরের জীবনে এতো বড় শিলা দেখিনি।
লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ বাংলানিউজকে জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবগত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসআই