ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

লালমনিরহাটে শিলায় ফুটো হয়ে গেছে ঘরবাড়ির টিনের চালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৩, মার্চ ৩০, ২০১৮
লালমনিরহাটে শিলায় ফুটো হয়ে গেছে ঘরবাড়ির টিনের চালা লালমনিরহাটে শিলায় ফুটো হয়ে গেছে ঘরবাড়ির টিনের চালা: ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: লালমনিরহাটে শুক্রবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে প্রায় ১২ মিনিট ধরে ভারী শিলাবৃষ্টি হয়েছে। এতে ফুটো হয়ে গেছে জেলার হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার অসংখ্য ঘরবাড়ির টিনের চালা।

স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বাতাসের সঙ্গে বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে পড়তে থাকে বড় বড় শিলা।

শিলার আঘাতে অনেকের ঘরবাড়ির টিনের চালা ফুটো হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ভুট্টাগাছগুলো ভেঙ্গে মাটিতে হেলে পড়েছে। নষ্ট হয়েছে সবজি ক্ষেত। বোরো ধানের চারা গাছ মাটির সঙ্গে মিশে গেছে।  

শিলাবৃষ্টিতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায়। এছাড়া কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর, চলবলা,  আদিতমারী উপজেলার দুর্গাপুর ও সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ওপরেও শিলাবৃষ্টি আঘাত হানে। শীলাবৃষ্টিহাতীবান্ধা উপজেলার স্থানীয় সংবাদকর্মী আসাদুজ্জামান সাজু ও রবিউল ইসলাম রবি বাংলানিউজকে জানান, তাদের জীবনে দেখা এটিই ভয়াবহ শিলাবৃষ্টি। এর আগে কখনই এতো বড় শিলা পড়তে দেখেননি তারা। শিলার আঘাতে অসংখ্য দোকান ও ঘরবাড়ির টিনের চালা ফুটো হয়ে গেছে।  

হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকার কৃষক আফাজ উদ্দিন বলেন, ৭০ বছরের জীবনে এতো বড় শিলা দেখিনি।  

লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ বাংলানিউজকে জানান, এ ব্যাপারে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জনপ্রতিনিধিদের মাধ্যমে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবগত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।