ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৭, মার্চ ৩০, ২০১৮
রায়গঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি পিকআপ ভ্যানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৩০ মার্চ) ভোরে উপজেলার পাঙ্গাসী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে ছুরি, রামদা’, চাপাতি, হাঁসুয়া ও রড।

আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন গ্রামের আলাউদ্দিন, ফরিদুল, আব্দুল হামিদ, নাসির, সাইফুল, মাসুদ রানা, নাসির, শাহ আলম, আব্দুল্লাহ ও পিকআপ ভ্যানের চালক হারেজ আলী।  

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, সয়দাবাদ এলাকার চিহ্নিত ডাকাত বাবুর নেতৃত্বে একদল ডাকাত দেশি অস্ত্রসহ একটি পিকআপ ভ্যানে করে পাঙ্গাসী বাজার এলাকায় এসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ওই বাজারে টহলরত পুলিশ ডাকাতদলকে দেখে থানায় খবর দেয়। পরে থানা থেকে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই ১০ জনকে আটক করে।  

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।