ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

মাগুরায় ডাকাতের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৩৬, মার্চ ৩০, ২০১৮
মাগুরায় ডাকাতের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

মাগুরা: মাগুরা সদর উপজেলার ছনপুর গ্রাম থেকে ফখরুল শেখ (৪৫) নামে এক ডাকাতের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ মার্চ) ভোরে মৃতদেহটি উদ্ধার করা হয়। ফখরুল উপজেলার জগদল গ্রামের দক্ষিণ পাড়ার নুরুল শেখের ছেলে।

নিহত ব্যক্তির স্ত্রীর কাগজ বাংলানিউজকে বলেন, আমার স্বামীকে বুধবার আইনের পরিচয় দিয়ে দুই লোক ধরে নিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার ভোরে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে গুলিবিদ্ধ একটি মৃতদেহ আনা হয়েছে শুনে সেখানে গিয়ে দেখি সেটি আমার স্বামীর মৃতদেহ।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আল এমরান বাংলানিউজকে জানান, ভোরে সদর উপজেলার ছনপুর এলাকার একটি মাঠে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। শব্দ শুনে টহল পুলিশ সেখানে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ফখরুল ইসলাম নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। এসময় সেখান থেকে চারটি গুলির খোসা ও কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।  

তিনি আরো জানান, ফখরুল একজন চিহ্নিত ডাকাত। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।