ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

নড়াইলে ইটভাটার মালিক গুলিবিদ্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৩, মার্চ ৩০, ২০১৮
নড়াইলে ইটভাটার মালিক গুলিবিদ্ধ

নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় ইটভাটার মালিক খান কামরুজ্জামান কমরকে (৪৮) গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ মার্চ) দিনগত রাত ১২টার দিকে লাহুড়িয়া এলাকায় তার বাড়ির পাশে এ ঘটনা ঘটে। 

কমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। কমর লাহুড়িয়া শেখপাড়ার আলেক খানের ছেলে।

প্রতিপক্ষের সঙ্গে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে তাকে গুলি করে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।  

পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে কমর লাহুড়িয়া বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অ ফ ম মশিউর রহমান বাবু জানান, রাতে কমরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এখানে অস্ত্রোপচার করতে না পারায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার শরীরে একটি গুলি লেগেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধীদের আটকের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।