কমরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। কমর লাহুড়িয়া শেখপাড়ার আলেক খানের ছেলে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে কমর লাহুড়িয়া বাজার থেকে বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অ ফ ম মশিউর রহমান বাবু জানান, রাতে কমরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। এখানে অস্ত্রোপচার করতে না পারায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তার শরীরে একটি গুলি লেগেছে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অপরাধীদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
আরআর