ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

দক্ষিণখানে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৮, মার্চ ৩০, ২০১৮
দক্ষিণখানে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের দিয়াবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জহিরুল ইসলাম (৩৭) নামে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

শুক্রবার (৩০ মার্চ) ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দক্ষিণখান থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নান্নু খান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার পাঁচ ডাকাত সদস্যের মধ্যেে একজনকে (জহিরুল) নিয়ে রাতে অভিযানে নামে পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পুলিশকে উদ্দেশ্য করে গুলি শুরু করেন। পরে পুলিশ ও ডাকাতের মধ্যে গোলাগুলিতে জহিরুল গুলিবিদ্ধ হন।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার সাহা বাংলানিউজকে বলেন, ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ জহিরুলকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, অভিযানে ঘটনাস্থল থেকে ২টি পিস্তল ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে। এর আগে দুপুরে জহিরুলকে গ্রেফতারের সময়ও একটি পিস্তল উদ্ধার করে স্থানীয়রা। পরে পিস্তলটি জব্দ করে পুলিশ।

দক্ষিণখানে ডাকাতি, গুলিতে আহত ২

বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এজেডএস/এমএমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।