শুক্রবার (৩০ মার্চ) ভোর ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
দক্ষিণখান থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) নান্নু খান বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে ডাকাতির ঘটনায় গ্রেফতার পাঁচ ডাকাত সদস্যের মধ্যেে একজনকে (জহিরুল) নিয়ে রাতে অভিযানে নামে পুলিশ।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন কুমার সাহা বাংলানিউজকে বলেন, ডাকাতের গুলিতে গুলিবিদ্ধ জহিরুলকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, অভিযানে ঘটনাস্থল থেকে ২টি পিস্তল ও ৩টি চাপাতি উদ্ধার করা হয়েছে। এর আগে দুপুরে জহিরুলকে গ্রেফতারের সময়ও একটি পিস্তল উদ্ধার করে স্থানীয়রা। পরে পিস্তলটি জব্দ করে পুলিশ।
দক্ষিণখানে ডাকাতি, গুলিতে আহত ২
বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এজেডএস/এমএমএস/টিএ