ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

বরগুনায় স্কুলছাত্রীর আত্মহত্যা চেষ্টা, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৫, মার্চ ৩০, ২০১৮
বরগুনায় স্কুলছাত্রীর আত্মহত্যা চেষ্টা, যুবক গ্রেফতার গ্রেফতার যুবক

বরগুনা: বরগুনায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা চেষ্টার ঘটনায় সুমন মল্লিক নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত ১১ টার দিকে ৮ নম্বর বরগুনা সদর ইউনিয়নের বাশবুনিয়া কালিরতবক সুমনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন কালিরতবক এলাকার মোতাহার মল্লিকের ছেলে।

জানা গেছে, ২৬ মার্চ (সোমবার) দুপুর সাড়ে ১২ টার দিকে এক স্কুলছাত্রীকে ঝাঁপটে ধরে স্লুইসের ভেতরে নেওয়ার চেষ্টা করেন সুমন। এসময় ওই ছাত্রীর ছোট বোনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে স্কুলছাত্রীকে ছেড়ে পালিয়ে যান সুমন।

এ ঘটনার পর প্রতিবেশীরা ওই ছাত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করছিল। তাই ছাত্রীটি ক্ষোভে আত্মহত্যা করার জন্য কিটনাশক পান করে। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সুমনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। এ পরিপ্রেক্ষিতে সুমনকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৩০ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।