বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত ১১ টার দিকে ৮ নম্বর বরগুনা সদর ইউনিয়নের বাশবুনিয়া কালিরতবক সুমনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন কালিরতবক এলাকার মোতাহার মল্লিকের ছেলে।
জানা গেছে, ২৬ মার্চ (সোমবার) দুপুর সাড়ে ১২ টার দিকে এক স্কুলছাত্রীকে ঝাঁপটে ধরে স্লুইসের ভেতরে নেওয়ার চেষ্টা করেন সুমন। এসময় ওই ছাত্রীর ছোট বোনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে স্কুলছাত্রীকে ছেড়ে পালিয়ে যান সুমন।
এ ঘটনার পর প্রতিবেশীরা ওই ছাত্রীকে নিয়ে অশ্লীল মন্তব্য করছিল। তাই ছাত্রীটি ক্ষোভে আত্মহত্যা করার জন্য কিটনাশক পান করে। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ্জামান বাংলানিউজকে বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সুমনকে আসামি করে থানায় একটি মামলা করেছেন। এ পরিপ্রেক্ষিতে সুমনকে গ্রেফতার করা হয়। শুক্রবার (৩০ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৬১৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
টিএ