সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা ড. রাজ্জাক বলেন, ১৯৭১ সালে খেয়ে না খেয়ে অনেক নির্যাতন সহে যুদ্ধ করে এ দেশের স্বাধীনতা এনেছি। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই দেশ আজ সারা বিশ্বের কাছে বিশেষ পরিচিতি লাভ করেছে।
ড. রাজ্জাক এ জন্য জনগণের ভোট প্রত্যাশার পাশাপাশি তরুণদের নিজকে গঠনের এবং দেশ সেবায় প্রস্তুত হওয়ার আহবান জানান।
বৃহস্পতিবার (২৯ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের মধুপুর উপজেলার অন্যতম ম্যধমিক শিক্ষা প্রতিষ্ঠান আউশনারা উচ্চ বিদ্যালয়ের ৫০তম বর্ষে বর্ণাঢ্য সুবর্ণজয়ন্তী উৎসবে প্রধান অতিথির বক্তৃতাকালে ড. রাজ্জাক এসব কথা বলেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সুবর্ণ জয়ন্তীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াকুব আলী, আউশনারা ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, বিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র আব্দুস সালাম, অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল প্রমুখ।
বক্তাগণ বলেন, অজপাড়া গাঁয়ের তৎকালীন স্থানীয়দের উদ্যোগে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টি এখন এলাকার শিক্ষা বিস্তারের মহীরুহ। স্বাধীনতা অর্জনের ৩ বছর পূর্বে ১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন হয়। এতে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীরা অংশ নেন।
বিদ্যালয় ক্যাম্পাস সকাল থেকে দিনব্যাপি সুবর্ণ জয়ন্তীর মিলন মেলায় পরিণত হয়। আয়োজকদের পক্ষ থেকে উয্যাপন কমিটির সচিব মাহফুজুর রহমান জানান, অনুষ্ঠানে অংশ নিতে প্রায় ২০০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, ৩০ মার্চ, ২০১৮
এমএমএস