নারী হিসেবে পুলিশে কাজ করার অন্যতম চ্যালেঞ্জের কথা জানতে চাইলে বাংলানিউজকে এভাবেই বলছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সিরিয়াস ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মাহমুদা আফরোজ লাকী। বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড-২০১৮ এ লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়।
বৃহস্পতিবার (২৯ মার্চ) রাতে রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে মোট ২০ জন নারী সদস্যের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
মাহমুদা আফরোজ লাকী বলেন, কোনো ঝুঁকিপূর্ণ কাজে পাঠানোর আগে ঊর্ধ্বতনরা আমাদের নিরাপত্তার কথা ভাবেন। কোনো ক্ষতি হয়ে গেলে নারী অফিসারকে কেন পাঠানো হলো এমন প্রশ্ন উঠতে পারে। অথচ ওই ক্ষতিটা কোনো পুরুষ অফিসারের ক্ষেত্রেও হতে পারে।
ভুলও সবার ক্ষেত্রে হয় উল্লেখ করে তিনি বলেন, কোনো নারী পুলিশ ভুল করলে সমাজ ব্যবস্থার কারণে অনেকেই বলবে, নারীকে দায়িত্ব দেওয়ার কারণে এমনটা হয়েছে। অথচ ভুলটা সবার ক্ষেত্রেই হতে পারে।
শত প্রতিকূলতা এড়িয়ে ধারাবাহিকভাবে নারী পুলিশের সংখ্যা বাড়ছে। আগে এই পেশাকে সম্মানের মনে না করলেও এখন পুলিশের বিভিন্ন স্তরে নারীর অংশগ্রহণ বাড়ছে।
দ্বিতীয় বারের মতো এ পদক পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এ অনুভূতি অবশ্যই ভালো। পুলিশে নারী নেতৃত্বকে এগিয়ে নিয়ে যেতে হবে। শুধু বিসিএস ক্যাডার নয়, সব স্তর থেকেই নারী নেতৃত্বকে উঠে আসতে হবে।
সাহসিকতা বিভাগে অ্যাওয়ার্ড অর্জনকারী মুন্সিগঞ্জের শ্রীনগর সার্কেলের কাজী মাকসুদা লিমা বাংলানিউজকে বলেন, পুলিশে যোগদানের পর আমাদের যে এক বছরের ট্রেনিং হয় সেটার পর নিজেকে কখনও লেডি হিসেবে মনে করিনি। নিজেকে লেডি বা জেন্টস হিসেবে পার্থক্য করিনি, একজন পুলিশ হিসেবেই ভেবেছি।
বর্তমান কর্মস্থলে নারী হিসেবে চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, আমার কর্মস্থলের এলাকায় চরাঞ্চল রয়েছে। সেখানকার মানুষগুলো নারী-পুরুষ নির্বিশেষে প্রায়ই মারামারিতে লিপ্ত হয়। তারা মাঝে মধ্যে প্রশাসনকেও মানতে চায় না।
লিডারশিপ বিভাগে অ্যাওয়ার্ডপ্রাপ্ত পুলিশ সদর দফতরের এআইজি সহেলী ফেরদৌস বলেন, নেতৃত্ব সবসময়ই চ্যালেঞ্জিং। আমাদের এখানে কোনো একটা ঘটনায় ক্রাইম এনালাইসিস করে তাৎক্ষনিক সিদ্ধান্ত নিতে হয়। লিডিং কোয়ালিটি ছাড়া এ সাফল্য অর্জন দূরূহ হয়ে পড়ে।
পুলিশে নারী নেতৃত্ব আরও বাড়বে এমন প্রত্যাশা করে তিনি বলেন, নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে পুলিশের ঊর্ধ্বতন পদেও নারীরা একসময় দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
পিএম/আরআর