ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শিশুদের মুজিব কোট পরিয়ে দিলেন সাঈদ খোকন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, মার্চ ২৯, ২০১৮
শিশুদের মুজিব কোট পরিয়ে দিলেন সাঈদ খোকন শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন সাঈদ খোকন/

ঢাকা: বঙ্গবন্ধুর প্রতি শিশুদের শ্রদ্ধা ও মনোযোগ বাড়াতে ক্ষুদে শিক্ষার্থীদের গায়ে মুজিব কোট পরিয়ে দিলেন  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে আজিমপুর সরকারি কলোনি ঈদগাহ মাঠে আয়োজিত সাত দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসব-২০১৮ এ নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের গায়ে মুজিব কোট পরিয়ে দেন তিনি।

ডিএসসিসির ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক আয়োজিত  এ উৎসবে  প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন করেছেন, তিনি তা দেখে যেতে পারেন নি।

ঘাতকের বুলেটের আঘাতে তার সেই স্বপ্ন খানখান হয়ে যায়। দীর্ঘদিন পরে হলেও আজ তার কন্যা দেশ পরিচালনা করছেন। এখন সেই দেশ এগিয়ে যাচ্ছে।

মেয়র বলেন, আমরা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ভিন্নভাবে পালন করেছি। আমরা এ জন্য স্বচ্ছ ঢাকা কর্মসূচি পালন  করেছি। আমরা এর মাধ্যমে সফলতা পাচ্ছি।

মুজিব কোট পরিয়ে দিচ্ছেন সাঈদ খোকনসাঈদ খোকন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমরা সপ্তাহে অন্তত একদিন নিজ হাতে বাসা-বাড়ি পরিস্কার করি। কাজের বুয়ার বাইরে বাবা-মাকেও অন্তত নিজ হাতে একদিন বাসা-বাড়ি পরিস্কারের শপথ করাই। দেখবেন পরিবর্তন শুরু হয়ে গেছে। এভাবেই আমাদের শহর পরিস্কার হয়ে যাবে।

মেয়র বলেন, গত বছর চিকুনগুনিয়া আক্রমণের পর আমরা সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়েছি। ঘোষণা দিয়েছি এক সপ্তাহের মধ্যে এ রোগ নিয়ন্ত্রণ করা হবে। আল্লাহর ইচ্ছায় ও আমাদের প্রচেষ্টায় ১০ দিনের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে এনেছি।

আমরা এবার যদি একটু সতর্ক থাকি তাহলে এবছরও চিকুনগুনিয়া ও ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব।

মেয়র হিসেবে আমি নাগরিকদের অসুস্থ দেখতে চাই না। তোমরা মেয়রকে গালি দিতে পারো, ধমক দিতে পারো, কোনও সমস্যা নেই। মেয়র তো নাগরিকদের ভোটে নির্বাচিত প্রতিনিধি। কিন্তু একজন অসচেতন নাগরিকের জন্য অন্য নাগরিক অসুস্থ থাকবে তা হতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান, স্থানীয় কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, কাউন্সিলর হুমায়ুন কবির, ওয়াসা চেয়ারম্যান প্রকৌশলী হাবিবুর রহমান।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।