ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

গৃহবধূর মাথা ন্যাড়া, স্বামীসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০০, মার্চ ২৯, ২০১৮
গৃহবধূর মাথা ন্যাড়া, স্বামীসহ আটক ২ নির্যাতিতা গৃহবধূ শাহানারা বেগম/ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: বাবার সম্পত্তি বিক্রি করে টাকা না দেওয়ায় শাহানারা বেগম (৩০) নামে এক গৃহবধূর মাথা ন্যাড়া করার অভিযোগে স্বামীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ মার্চ) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদিবাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে (গৃহবধূর স্বামী) বাবুল মিয়া (৩৫) ও তার বড় বোন মহুরন নেছা (৪২)।

পুলিশ ও এলাকাবাসী জানান, একই উপজেলার টংভাঙ্গা এলাকার মৃত ঝুল্লু মিয়ার মেয়ে শাহানারা বেগমের সঙ্গে ১০ বছর আগে বিয়ে হয় বাবুল মিয়ার। বিয়ের সময় গহনাসহ এক লাখ টাকা যৌতুক নেন বাবুল মিয়া। সম্প্রতি ব্যবসা মন্দা যাওয়ায় পৈত্রিক সূত্রে পাওয়া ১০ শতাংশ জমি বিক্রি করার জন্য শাহানারা বেগমকে চাপ দেন বাবুল ও তার পরিবার।

বাবার জমি বিক্রি করতে অস্বীকৃতি করলে বুধবার (২৮ মার্চ) সকালে বাবুল ও তার বোনরা মিলে শাহানারাকে মারধর করে মাথা ন্যাড়া করে ঘরে আটকিয়ে রাখে। দিনভর ঘরে আটক থাকার পর সন্ধ্যায় ঘরের বেড়া ভেঙে পালিয়ে গিয়ে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হন শাহানারা বেগম।

পরে হাতীবান্ধা থানায় গিয়ে স্বামীসহ চারজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন নির্যাতিতা গৃহবধূ শাহানারা বেগম। অভিযোগটি আমলে নিয়ে রাতেই অভিযান চালিয়ে স্বামী বাবুল ও ননদ মহুরন নেছাকে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বাংলানিউজকে জানান, নির্যাতিত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্তদের মধ্যে থেকে দু্ইজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।