ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পিরোজপুর: পিরোজপুর শহরের বিভিন্ন এলাকার ১১টি কোচিং সেন্টার সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসফিকা হোসেন বলেন, জেলা শহরের বিভিন্ন জায়গায় অবৈধ কোচিং সেন্টার গড়ে উঠেছিল।
তারা বিদ্যালয় চলাকালে কোচিং সেন্টার চালাতেন। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে শহরের মধ্যরাস্তা এলাকায় পাঁচটি, বসন্তপুল এলাকায় তিনটি, কালিবাড়ি সড়কে একটি, রাজারহাটে একটি ও পশ্চিম শিকারপুরে একটি কোচিং সেন্টার সিলগালা করে দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।