ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাংলার মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৪, মার্চ ২৯, ২০১৮
বাংলার মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে মিরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন

ঢাকা: মানুষ হত্যার ষড়যন্ত্রের খেলা শেষ মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, মানুষ হত্যা করে ষড়যন্ত্রকারীরা এখন আর বলতে পারবে না হত্যাকাণ্ড আইএস করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে  বাংলার মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, তাই দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ দমন হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর ১৪- তে স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন।

বিশ্বের দ্বিতীয় সেরা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা মনোনীত হওয়ায় এবং উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি লাভ করায় এ আনন্দ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশের নারীরা পুরুষের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই উল্লেখ করে তিনি বলেন, রাজধানীর রাজপথে নারীরা নিরাপদ। সব জায়গায় বাংলার নারীরা আজ সুপ্রতিষ্ঠিত, হিমালয়ের চূড়ায়ও দেশের পতাকা নারীর হাতে শোভা পায়।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষ এখন উন্নয়ন দেখছে, শেখ হাসিনার নেতৃত্বে যথার্থভাবেই বাংলাদেশ বদলে গেছে।

একটি দুর্নীতিগ্রস্ত দেশকে প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত করেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলার মানুষ এখন আর দুর্নীতি দেখতে চায় না, আর অন্ধকারে যেতে চায় না। উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশ পরিচালনা করতে শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা, নৌকার বিকল্প নৌকা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মিরপুর-১৪ আসনের সংরক্ষিত সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিন, কেন্দ্রীয় মহিলা যুবলীগের নেত্রী ও চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জনা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
পিএম/এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।