ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পরীক্ষায় অনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৮, মার্চ ২৯, ২০১৮
পরীক্ষায় অনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসুন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ইউআইটিএসের চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। ছবি: বাংলানিউজ

ঢাকা: পাবলিক পরীক্ষায় সন্তানদের ‘এ প্লাস’ অর্জনের সহায়তায় অসৎ প্রতিযোগিতা না করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বৃহস্পতিবার (২৯ মার্চ) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর সমাবর্তন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, আপনাদের পরীক্ষায় অসুস্থ ও অনৈতিক প্রতিযোগিতা থেকে সরে আসতে হবে।

অনৈতিক শিক্ষা কখনও সমাজ, দেশ ও জাতির জন্য কল্যাণকর নয়। প্রশ্ন ফাঁসের ঘটনায় অভিভাবকের জড়িত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অভিভাবকদের শুধু তাদের ছেলেমেয়েদের পরীক্ষার ফলাফল দেখলেই চলবে না, তাদের নৈতিক অধঃপতনের কথাও ভাবতে হবে।

রাষ্ট্রপতি ইউআইটিএস-এর কারিকুলামে ‘মোরাল এডুকেশন’ ও ‘এমারজেন্স অব বাংলাদেশ’ বিষয়ক বিশেষ কোর্স চালু করায় সন্তোষ প্রকাশ করে বলেন, এতে নতুন প্রজন্ম আদর্শ ও মূল্যবোধের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। ’ তিনি তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।  

তিনি দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ‘দ্য প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০’ অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, গুণগত মানের শিক্ষা, অবকাঠামোর উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সময়োপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সমাবর্তনে এবার মোট ৮ হাজার ৮৩৮ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়। এর মধ্যে স্কুল অব বিজনেসে ৪ হাজার ৭৮ জন, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৩ হাজার ৭৮৫ ও স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোস্যাল সায়েন্সের শিক্ষার্থী ৯৭৪ জন।  

এছাড়া মোট ২৮ জন মেধাবী শিক্ষার্থীকে গোল্ড মেডেল প্রদান করা হয়। এদের মধ্যে সর্বোচ্চ মেধাক্রম অনুসারে মোট পাঁচ জনকে চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান। অনুষ্ঠানে স্বগত বক্তব্য দেন ইউআইটিএস-এর বোর্ড অব ট্রাস্টিজ ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফী মোহাম্মদ মিজানুর রহমান।

ইউআইটিএস এর চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ২০০৩ সালের ৭ আগস্ট প্রতিষ্ঠিত ইউআইটিএস দেশের প্রথম তথ্য প্রযুক্তিভিত্তিক বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ভূমিকা রাখছে। ‘ফিউচার উইল বি বেটার দ্যান দাই পাস্ট’ এই প্রত্যয় নিয়ে বর্তমানে প্রায় চার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহণ করছে এই বিশ্ববিদ্যালয়ে। ইউআইটিএস -এর ৩টি স্কুলের অধীনে ৯টি বিভাগের মাধ্যমে ১৭টি প্রোগ্রাম পরিচালিত হয়।
 
২০১৮ সালে মাদার তেরেসা পুরস্কার প্রাপ্ত মিজানুর রহমান আরও বলেন, ইউআইটিএস একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত। মেধা বিকাশ ও  ইউআইটিএস শিক্ষা কার্যক্রমকে প্রণোদনামূলক করবার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ১৭টি ক্যাটাগরিতে স্কলারশিপও দেয়।  

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার বিজ্ঞানী এবং কলামিস্ট প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ।

সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান,  ইউআইটিএস’র উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান, ও রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।