বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুর দেড়টায় উখিয়া উপজেলার কুতুপালং এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বুধবার (২৮ মার্চ) দিনগত রাতে স্বামীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন ওই নারী।
স্থানীয়রা জানান, জোহা এক বছরের বেশি সময় ধরে জেল খেটে মাস দেড়েক আগে মিয়ানমার থেকে এসেছেন। তিনি ফিরে স্ত্রীর পরকীয়ার বিষয়টি জানতে পারেন। এ নিয়ে গত মাস দেড়েক ধরে শালিস হয়েছে। এক পর্যায়ে বুধবার জোহা বাইরে থেকে ফিরে স্ত্রীকে পাননি। খবর নিয়ে তিনি জানতে পারেন, স্ত্রী ছুরা তার প্রেমিক নূর কবিরের বাড়িতে অবস্থান করছেন। নূর কবিরের চাচা আবদুর রশিদের বাড়িতে স্ত্রীকে দেখতে পেয়ে জোহা তাকে ছুরিকাঘাত করেন। এতে ছুরা গুরুতর আহত হন। তাকে একটি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর দেড়টায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া বাংলানিউজকে বলেন, ঘাতক জোহাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরআর