হুমায়ন কবির আনাম (৪৯) ও ইসরাইল হক (৬২)
সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বরে অভিযান চালিয়ে ১৩ হাজার ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ মার্চ) সকালে উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের চন্দ্র নারায়ণপুর গ্রামের হুমায়ন কবির আনাম (৪৯) ও একই এলাকার ইসরাইল হক (৬২)।
র্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর শিবলী মোস্তফা বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এসআই/
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।