বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেল পৌনে ৪টায় সিলেট-বিয়ানীবাজার সড়কের দাঁড়িপাতন এলাকার এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি জানিয়ে ফায়ার সার্ভিস সিলেট উপ-সহকারী পরিচালক দিনমনি শর্মা বাংলানিউজকে বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের সময় তার নিচে চাপাপড়া অবস্থায় ওই যুবকের মরদেহ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ানীবাজারের বারইগ্রামগামী একটি যাত্রীবাহী একটি বাস সিলেটে থেকে ছেড়ে উপজেলার দাঁড়িপাতন এলাকার পৌঁছালে অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে কমপক্ষে ৪৫ জন আহতে হয়েছেন।
খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক শিবলী দুর্ঘটনায় ৪৫ জন আহতের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আহদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এনইউ/জিপি