ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সূবর্ণচরে শিশু ধর্ষণ, স্কুলছাত্র আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, মার্চ ২৯, ২০১৮
সূবর্ণচরে শিশু ধর্ষণ, স্কুলছাত্র আটক

নোয়াখালী: নোয়াখালীর সূবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নে মাদ্রাসার প্রথম শ্রেণির এক ছাত্রীতে (৭) ধর্ষণের অভিযোগে মোশারফ হোসেন ফারুক (১৬) নামে নবম শ্রেণির এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

আশঙ্কাজনক অঅবস্থায় ভিকটিমকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে পূর্ব চরমজিদ আদর্শ গ্রাম থেকে অভিযুক্তকে আটক করা হয়।

আটক মোশারফ পূর্ব চরমজিদ আদর্শ গ্রামের ইসমাইল হোসেন কালামের ছেলে এবং স্থানীয় হাবিবিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, বুধবার (২৮ মার্চ) সন্ধ্যায় বাড়ি থেকে দোকানে যাচ্ছিল ভিকটিম। পথে একই এলাকার মোশারফ তাকে ফুসলিয়ে সড়কের পাশের একটি বাগানে নিয়ে যায়। এ সময় ফারুক কৌশলে তাকে ধর্ষণ করে অসুস্থ অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় সে বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়।

রাতে এ বিষয়ে থানায় অভিযোগ করে ভিকটিমের বাবা। পরে পুলিশ রাতেই ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত ফারুকের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

নোয়াখালী জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফারজানা অমি জানান, মেয়েটিকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে ধর্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।