বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেল ৩টার দিকে রহমতপুর বাজার সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারিয়া নামে যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল।
আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক অজ্ঞাতপরিচয় ৩৫ বছরের এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। বাকীরা হাসপাতালের সার্জারি ও অর্থোপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন।
হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা কক্ষে পাঠানো হয়েছে।
অপরদিকে গুরুতর আহত অজ্ঞাতপরিচয়ের ৪০ বছরের এক ব্যক্তিকে সার্জারি ওয়ার্ড থেকে আইসিইউতে পাঠানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এআর মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমএস/এএটি