ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খারঘর গণকবরের নবনির্মিত ‘স্মৃতিসৌধ-৭১’ এর উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, মার্চ ২৯, ২০১৮
খারঘর গণকবরের নবনির্মিত ‘স্মৃতিসৌধ-৭১’ এর উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের পাগলা নদীর পাড়ে জেলা পুলিশের উদ্যোগে স্বাধীনতার ৪৬ বছর পর খারঘর গণকবরের নবনির্মিত ‘স্মৃতিসৌধ-৭১’ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত স্মৃতিসৌধটি উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মো. মিজানুর রহমানন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ হালিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।