ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বগুড়ায় এএসআই ও কনস্টেবলকে মারধরের ঘটনায় গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, মার্চ ২৯, ২০১৮
বগুড়ায় এএসআই ও কনস্টেবলকে মারধরের ঘটনায় গ্রেফতার ৪

বগুড়া: পেশাগত দায়িত্ব পালনের সময় বগুড়ায় অতিরিক্ত পুলিশ সুপারের (ডিএসবি) সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম ও কনস্টেবলকে মারধরের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ মার্চ) দুপুরে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বাংলানিউজকে বুধবার (২৮ মার্চ) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন– শহরের নাটাইপাড়ার ওয়াহেদ আলীর ছেলে মহিদুল হাসান (১৯), শাজাহানপুর উপজেলার চক পদ্মগাড়ীর জাহিদুল ইসলামের ছেলে স্বপন মিয়া (২৫), বগুড়া শহরের সূত্রাপুর এলাকার শেখ শাহ আলমের ছেলে শরিফুল ইসলাম (২৮) ও একই এলাকার আজিজার রহমানের ছেলে পৌর-শহরের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম (২৫)।

এরআগে বুধবার রাতে ভুক্তভোগী এএসআই মাহবুবুল আলম বাদি হয়ে এ ঘটনায় সদর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শহরের গোহাইল রোড এলাকায় পেশাগত দায়িত্ব পালনের জন্য ডিএসবি’র সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাহবুবুল আলম সঙ্গীয় কনস্টেবল নিয়ে যান।

সেখানে একটি মোটরসাইকেলের শো-রুমের পাশে তার মোটরসাইকেল রেখে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। কিন্তু কিছু সময় পর এসে দেখেন তার মোটরসাইকেলের দু’টো চাকার হাওয়া নেই। পাশেই বসে থাকা লোকজনকে জিজ্ঞাসা করতেই মামলার আসামি স্বপন মিয়া এসে বলে আমি হাওয়া ছেড়ে দিয়েছি।

পেশাগত দায়িত্বপালন ও পরিচয় দেওয়ার পরেও মামলার আসামিরা তাকে মারধর শুরু করেন। একপর্যায়ে তার সঙ্গে থাকা কনস্টেবল মোস্তাকিম হোসেন এগিয়ে আসলে তাকেও মারধর করেন।

পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে তারা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে যায়।

এ ঘটনার পর বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।