বৃহস্পতিবার (২৯ মার্চ) সাড়ে ১০টার দিকে খিলগাঁওয়ের ফ্লাইওভারের ঢালে পুলিশ ফাঁড়ি সংলগ্ন বিশ্ব রোডে এ দুর্ঘটনা ঘটে।
গাড়ির চাপায় গুরুতর আহত হলে ওই দম্পতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আব্দুর রহিমের ভাগ্নে রাসেল সরকার বাংলানিউজকে জানান, তার মামা-মামি পূর্ব বাসাবো এলাকায় থাকেন। সকালে তারা বাসা থেকে মোটরসাইকেলযোগে বের হয়ে খিলগাঁওয়ের একটি স্কুলে নিজেদের ছেলেকে আনতে যাচ্ছিলেন।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, ফ্লাইওভারের ঢালে পুলিশ ফাঁড়ি সংলগ্ন বিশ্ব রোডে একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এসময় ওই প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয় আরেকটি প্রাইভেটকার, সেটির পেছনেও ধাক্কা দেয় আরেকটি বাস। এসময় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দম্পতি। তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এজেডএস/এসআরএস