ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

খিলগাঁওয়ে গাড়িকে গাড়ির ধাক্কা, চাপায় নারী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৪৮, মার্চ ২৯, ২০১৮
খিলগাঁওয়ে গাড়িকে গাড়ির ধাক্কা, চাপায় নারী নিহত

ঢাকা: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। একটি গাড়ির চাপায় পড়ে প্রাণ গেছে মোটরসাইকেল আরোহী রুনা বেগম (৪০) নামে এক নারীর। আহত হয়েছেন তার স্বামী আব্দুর রহিম।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সাড়ে ১০টার দিকে খিলগাঁওয়ের ফ্লাইওভারের ঢালে পুলিশ ফাঁড়ি সংলগ্ন বিশ্ব রোডে এ দুর্ঘটনা ঘটে।  

গাড়ির চাপায় গুরুতর আহত হলে ওই দম্পতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দুপুর ১২টায় কর্তব্যরত চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন। আব্দুর রহিম চিকিৎসাধীন রয়েছেন।

আব্দুর রহিমের ভাগ্নে রাসেল সরকার বাংলানিউজকে জানান, তার মামা-মামি পূর্ব বাসাবো এলাকায় থাকেন। সকালে তারা বাসা থেকে মোটরসাইকেলযোগে বের হয়ে খিলগাঁওয়ের একটি স্কুলে নিজেদের ছেলেকে আনতে যাচ্ছিলেন।  

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, ফ্লাইওভারের ঢালে পুলিশ ফাঁড়ি সংলগ্ন বিশ্ব রোডে একটি যাত্রীবাহী বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি প্রাইভেটকার। এসময় ওই প্রাইভেটকারের পেছনে ধাক্কা দেয় আরেকটি প্রাইভেটকার, সেটির পেছনেও ধাক্কা দেয় আরেকটি বাস। এসময় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই দম্পতি। তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক রুনাকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।