বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টরের অভ্যন্তরীণ মাঠে অবতরণ করে। সেখান থেকে তিনি গাড়িতে করে ঠাকুরগাঁও সার্কিট হাউজে গেছেন।
এরপর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত সভাস্থলের পাশে বসানো ডিসপ্লে বোর্ডে একযোগে ৬৮টি উন্নয়ন প্রকল্প উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৩টায় তিনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এসআই