ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁও পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:০১, মার্চ ২৯, ২০১৮
ঠাকুরগাঁও পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি ঠাকুরগাঁওবাসীর জন্য ৩৩ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। পাশাপাশি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ৩৩টি প্রকল্পের। 

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ১১টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও সেক্টরের অভ্যন্তরীণ মাঠে অবতরণ করে। সেখান থেকে তিনি গাড়িতে করে ঠাকুরগাঁও সার্কিট হাউজে গেছেন।

দুপুর ১২টায় সেখানে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শুরু করেছেন তিনি।  

এরপর ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে আয়োজিত সভাস্থলের পাশে বসানো ডিসপ্লে বোর্ডে একযোগে ৬৮টি উন্নয়ন প্রকল্প উদ্ধোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বিকেল ৩টায়  তিনি সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি।  

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।