বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই পুরুষ।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক বাংলানিউজকে জানান, হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা যাত্রীদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গাজীপুর শহীদ তাজউদ্দন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাবরিনা আক্তার জানান, বেলা সোয়া ১১টার দিকে তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের কারো নাম পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১৮
আরএস/এএটি