ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৪, মার্চ ২৯, ২০১৮
রিজার্ভ ট্যাংক বিস্ফোরণে আরও একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকার একটি বাড়িতে রিজার্ভ ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাসিন আরা খানমের (৬০) মৃত্যু হয়েছে। তিনি বাড়িটির মালিক ইয়াকুব আলীর (৭০) স্ত্রী। এ নিয়ে এ ঘটনায় দু’জনের মৃত্যু হলো।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় হাসিনের মৃত্যু হয়।  

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বলেন, দগ্ধ হাসিন আরা খানমের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়।

গত মঙ্গলবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ওই দুর্ঘটনায় বাড়ির মালিকসহ পাঁচজন দগ্ধ হন। তাদের সবাইকে উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেদিন রাত ১টার দিকে বাড়ির ভাড়াটিয়া ইয়াসমিনের (৩৫) মেয়ে শিশু রুহি (৩) মারা যায়। এরপর হাসিনও মারা গেলেন।

দগ্ধ অবস্থায় এখন চিকিৎসাধীন রয়েছেন- ইয়াকুব আলী, ইয়াসমিন ও বাসার কেয়ারটেকার হাসান (৩০)।

ইয়াকুব আলী জানিয়েছিলেন, সকালের দিকে বাসার নিচতলার রিজার্ভ ট্যাংকের ঢাকনা খুলে পরিষ্কার করতে যান হাসান। ভেতরে অন্ধকার থাকায় কিছু দেখা যাচ্ছিল না। এজন্য ওই কাগজে আগুন জ্বালালে সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এজেডএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।