বুধবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জিয়ারুল নীলফামারীর ডিমলা থানার দক্ষিণ বালাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অহিদুজ্জামান বাংলানিউজকে জানান, জিসিসি’র বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ী জিয়ারুলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। জিয়ারুল ওই এলাকায় ভাড়া থাকতেন। তার কাছে পাওয়া জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় সনাক্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
আরএস/এসআরএস