বুধবার (২৮ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৮৩ শতাংশ বার্ন হয়েছিল।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে শাহীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ দীপ্ত সরকার ও হাফিজ বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসধীন।
এর আগে, শনিবার (২৪ মার্চ) দিনগত রাতে ভালুকার মাস্টার বাড়ি এলাকায় একটি ৬ তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় দগ্ধ তিনজনকে রোববার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এজেডএস/জেআইএম/আরআইএস/