ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ভালুকায় বিস্ফোরণে দগ্ধ শাহীনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, মার্চ ২৮, ২০১৮
ভালুকায় বিস্ফোরণে দগ্ধ শাহীনের মৃত্যু

ঢাকা: ময়মনসিংহের ভালুকার ৬ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শাহীন মারা গেছেন।

বুধবার (২৮ মার্চ) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৮৩ শতাংশ বার্ন হয়েছিল।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনের মধ্যে শাহীন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় দগ্ধ দীপ্ত সরকার ও হাফিজ বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসধীন।

এর আগে, শনিবার (২৪ মার্চ) দিনগত রাতে ভালুকার মাস্টার বাড়ি এলাকায় একটি ৬ তলা ভবনের ৩ তলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে এ ঘটনায় দগ্ধ তিনজনকে রোববার (২৫ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।  

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এজেডএস/জেআইএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।