ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বগুড়ায় ১০ টাকা কেজির চালসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, মার্চ ২৮, ২০১৮
বগুড়ায় ১০ টাকা কেজির চালসহ আটক ১ চালসহ আটক ১

বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চাল কালোবাজারে বিক্রির সময় মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় গুদামে অভিযান চালিয়ে ৮৪০ কেজি চাল জব্দ করা হয়।

বুধবার (২৮ মার্চ) সন্ধ্যায় খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হামিদুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসন ঘোলাগাড়ী এলাকার একটি চালের গুদাম থেকে চালসহ ওই ব্যবসায়ীকে আটক করেন।

দিবাগত রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হামিদুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সম্প্রতি উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ করা হয়।

বুধবার বিকেলে খবর আসে এরুলিয়ার ঘোলাগাড়ী হাইস্কুল সংলগ্ন মিজানুর রহমানের দোকানে এসব চাল বিক্রি করা হচ্ছে। পরে ওই ব্যবসায়ীর দোকান ও গুদামঘরে অভিযান চালিয়ে ৩০ কেজি ওজনের ২৮টি বস্তায় মোট ৮৪০ কেজি চাল জব্দ করা হয়।

পাশাপাশি চাল ব্যবসায়ী মিজানুর রহমানকেও আটক করা হয়। আটক ব্যবসায়ী এসব চাল কিভাবে সংগ্রহ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও মো. হামিদুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এমবিএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।