বুধবার (২৮ মার্চ) বিকেলে ঢাকার ধামরাইয়ে কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্থানীয় এমপি ঢাকা-২০ বীর মুক্তিযোদ্ধা এমএ মালেকের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফজলে রাব্বী মিয়া বলেন, বর্তমানে বাংলাদেশের এই উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কিছু রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আহামদ আল জামান সাহেবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পদক লায়ন মিনা মালেক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
এনটি