ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডায়াবেটিক হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে তরুণীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, মার্চ ২৮, ২০১৮
ডায়াবেটিক হাসপাতালে সিঁড়ি থেকে পড়ে তরুণীর মৃত্যু ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়িতে পড়ে আছে তরুণীর মরদেহ

ফরিদপুর: ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ১৭তলা ভবনের সিঁড়ির ফাঁক দিয়ে পড়ে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই তরুণীর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

 

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদহে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছে। নিহত তরুণীর নাম-পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি। হাসপাতালের কেউ তাকে চিনতেও পারছে না। তরুণীর আনুমানিক বয়স ২০ থেকে ২৫ হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

এদিকে উপস্থিত পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বাংলানিউজকে বলেন, যেভাবে আর যেখান থেকে ওই তরুণী পড়ে মারা গেছে, সেটা কোনোভাবেই আত্মহত্যা বলে মেনে নেওয়া যায় না। প্রাথমিকভাবে মনে হচ্ছে মেয়েটিকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে কিংবা অন্য কোথাও মেরে এখান থেকে ফেলা রাখা হয়েছে।

ঘটনার পরে হাসপাতালে ভর্তি রোগীর স্বজন ও স্থানীয় উৎসক জনতা ক্ষুব্ধ হয়ে উঠে। তারা জানায়, একের পর এক ঘটনা ঘটছে ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু কোনো ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচার হয়নি।

গত কয়েক মাস আগেই এই হাসপাতালের লিফট রুমের নিচ থেকে মধ্য বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।