ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

অটোরিকশা চুরিতে বাধা দেওয়ায় প্রাণ গেল কিশোরের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৭, মার্চ ২৮, ২০১৮
অটোরিকশা চুরিতে বাধা দেওয়ায় প্রাণ গেল কিশোরের

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে অটোরিকশা চুরি করতে বাধা দেওয়ায় প্রাণ হারিয়েছে রাজু (১৬) নামে এক কিশোর।

বুধবার (২৮ মার্চ) সন্ধ্যায় শহরের মথুরাপুর এলাকার একটি গমক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রাজু ঠাকুরগাঁও সদর উপজেলার চতুরাখোর গ্রামের মৃত মংলুর ছেলে।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার একই গ্রামের সেরেকুল ওরফে বেনামীর ছেলে শামীম তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তারা শহরের এক ব্যক্তির কাছ থেকে চালানোর জন্য একটি অটোরিকশা ভাড়া নেন। ওই গাড়িতে রাজু, শামীম ও তাদের পরিচিত মিঠু সারাদিন ভাড়া মারেন। ওইদিন সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাজুর স্বজনরা শামীমকেও খুঁজে পাচ্ছিলেন না। একপর্যায়ে বুধবার শামীমকে তাদের বাড়ির খড়ের ঢিবির ভেতর থেকে খুঁজে বের করেন রাজুর ভাই নাজমুল। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সন্দেহজনক কথা বলতে থাকেন। পরে মিঠুকেও আটক করা হয়। এরপর দু’জনকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জনি ও নাসিরুল ইসলামের কাছে নেওয়া হয়। এসময় শামীম ও মিঠু জানান, তারা দু’জন অটোরিকশাটি মালিককে ফেরত না দিয়ে চুরির পরিকল্পনা করেছিলেন। কিন্তু রাজু তাতে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা রাজুকে মথুরাপুর এলাকার একটি গমক্ষেতে নিয়ে কুপিয়ে হত্যা করেন এবং মরদেহ সেখানে ফেলে আসেন।

তাদের স্বীকারোক্তি শুনে পুলিশে খবর দেন দুই ইউনিয়ন পরিষদ সদস্য। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে।  

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কফির উদ্দীন জানান, 
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।