বুধবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের রাব্বির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খায়রুজ্জামান তুহিন উপজেলা সদরের গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বাংলানিউজকে বলেন, বিকেলে রাব্বির মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী এবি এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তুহিন মারা যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এনটি