বুধবার (২৮ মার্চ) সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে নিজ নিজ বসতবাড়ি থেকে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
দণ্ডপ্রাপ্ত রাশিদা সদর উপজেলার হুগোলবাড়িয়া গ্রামের আব্দুর রশীদের স্ত্রী এবং নন্দ একই এলাকার খনিন্দ্র নাথ বসুর ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরেরর সহকারী পরিচালক মো. আনিছুর রহমান খান বাংলানিউজকে জানান, রাশিদা এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তিনি দোষ স্বীকার করায় বিচারক তাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
এছাড়া অপর একটি অভিযানে চোলাই মদ সেবনরত অবস্থায় নন্দকে আটক করে
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
আরবি/