ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ফারুক হত্যা মামলার পলাতক আসামিদের খুঁজে বের করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, মার্চ ২৮, ২০১৮
ফারুক হত্যা মামলার পলাতক আসামিদের খুঁজে বের করা হবে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

টাঙ্গাইল: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। মামলার পলাতক আসামিদের খুঁজে বের করা হবে। 

বুধবার (২৮ মার্চ) টাঙ্গাইলে জঙ্গি ও মাদক বিরোধী নাগরিক সমাবেশ এবং জেলা কারাগারে বন্দিদের স্বজনদের সঙ্গে ফোনে কথা বলা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

বিকেলে স্থানীয় শহীদ স্মৃতি পৌরসভা উদ্যানে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক কমিটির সভাপতি জোয়াহেরুল ইসলাম।

 

এসময় মন্ত্রী বলেন, জীবন দিয়ে, রক্ত দিয়ে পুলিশ জঙ্গি দমন করেছে। এখন মাদক সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গির মতো মাদকও নির্মূল করা হবে। ইয়াবা ব্যবসায়ীদের মৃত্যুদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হচ্ছে। মাদকের কবল থেকে নতুন প্রজন্মকে বাঁচানোর জন্য যা যা করা প্রয়োজন সব করা হবে।  

সমাবেশে আরো বক্তব্য রাখেন- সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (সুরক্ষা বিভাগ) ফরিদ উদ্দিন চৌধুরী, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন, পৌরসভার মেয়র জামিলুর রহমান, নাগরিক কমিটির সদস্য সচিব তানভীর হাসান প্রমুখ।

এর আগে টাঙ্গাইলে আসার পথে মির্জাপুরের মহেড়ায় পুলিশ ট্রেনিং সেন্টারের ছয়তলা পুলিশ ব্যারাক ভবন উদ্বোধন করেন মন্ত্রী। দুপুরে তিনি টাঙ্গাইল কারাগারে বন্দিদের সঙ্গ তাদের স্বজনদের ফোনে কথা বলা কার্যক্রম উদ্বোধন করেন। পরে টাঙ্গাইল পুলিশ লাইনে মহিলা পুলিশ ব্যারাক ও পুলিশ হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।