বুধবার (২৮ মার্চ) অভিযানে শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়।
অফার দেওয়ার পর থেকে এ পর্যন্ত এমন কোনো পণ্যে বিক্রির প্রমাণও দিতে পারেনি তারা। শোরুম ঘুরে ৬০ শতাংশের বেশি ছাড় মিলেনি। এ করনে ওই শোরুকে ২০ হাজার টাকা জড়িমানা করা হয়েছে।
এছাড়া মহানগরীর দরগা পাড়া এলাকায় ইসলাম ট্রেডার্সকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় বিক্রয় করার অপরাধে ৫১ ধারায় ৮ হাজার টাকা, রানী বাজারের রুচিতা প্লাস কনফেকশনারিকে পণ্যের মোড়কে খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা এবং পেস্ট্রি শপকে পণ্যের মোড়কে খুচরা মূল্য ব্যবহার না করার অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়েছে।
জনস্বার্থে পুলিশের সহায়তায় মহানগর এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী পরিচালক হাসান আল মারুফ।
বাজার তদারকিতে সহায়তা করেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট মাসুদুর রহমান রিংকু।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এসএস/জিপি