ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪১, মার্চ ২৮, ২০১৮
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর উপজেলার গাইদঘাট এলাকায় দর্শনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে কানন (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কানন উপজেলার গাইদঘাট গ্রামের দক্ষিণ পাড়ার কামাল হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের মার্স্টস শেষ বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কানন মোবাইলে কথা বলতে বলতে গাইদঘাট মাঠে ভুট্টার ক্ষেত দেখতে যাচ্ছিলেন। এসময় দর্শনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার আনোয়ার সাদাত বাংলানিউজকে জানান, কাননের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রেলওয়ের পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।