বুধবার (২৮ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কানন উপজেলার গাইদঘাট গ্রামের দক্ষিণ পাড়ার কামাল হোসেনের ছেলে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের ম্যানেজমেন্ট বিভাগের মার্স্টস শেষ বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে কানন মোবাইলে কথা বলতে বলতে গাইদঘাট মাঠে ভুট্টার ক্ষেত দেখতে যাচ্ছিলেন। এসময় দর্শনা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার আনোয়ার সাদাত বাংলানিউজকে জানান, কাননের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রেলওয়ের পুলিশ পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এনটি