ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

কাঁঠালিয়ায় যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, মার্চ ২৮, ২০১৮
কাঁঠালিয়ায় যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড আটক তৌহিদুল ইসলামকে কারাগারে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানি করার দায়ে মো. তৌহিদুল ইসলাম নামে এক বখাটেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ মার্চ) ওই যুবককে এ আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম।

দণ্ডপ্রাপ্ত তৌহিদুল উপজেলা উত্তর চেঁচরী গ্রামের পনু ফকিরের ছেলে ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বাংলানিউজকে জানান, সকালে চেচঁরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে গাঁয়ে থুঁ থুঁ  ফেলে তিনি। এছাড়াও বিভিন্ন সময় অশালীন কথা-বার্তা বলা এবং যৌন হয়রানি করে আসছিলেন ওই যুবক। পরে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।