ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বাঘায় ট্রলির ধাক্কায় শিশু নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১১, মার্চ ২৮, ২০১৮
বাঘায় ট্রলির ধাক্কায় শিশু নিহত নিহত শিশু তামিম হোসেন

রাজশাহী: রাজশাহীর বাঘায় উপজেলায় ইটবাহী একটি ট্রলির ধাক্কায় তামিম হোসেন নামে চার বছরের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার হিজলপল্লি গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তামিম উপজেলার উত্তর মিলিকবাঘা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান বাংলানিউজকে বলেন, মায়ের সঙ্গে হিজলপল্লি নানার বাড়িতে বেড়াতে যায় তামিম। সেখানে অন্য বন্ধুদের সঙ্গে হিজলপল্লি-চন্ডিপুর সড়কের পাশে খেলাধুলা করছিলো সে। এসময় একটি ইটবাহী ট্রলির ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।