ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আখাউড়ায় দেশি পাইপগানসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, মার্চ ২৮, ২০১৮
আখাউড়ায় দেশি পাইপগানসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দেশি পাইপগানসহ শাহরিয়ার চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার মনিয়ন্দ গ্রামের চৌধুরী বাড়ি থেকে তাকে আটক করা হয়। শাহরিয়ার ওই গ্রামের মৃত ফায়েজুর রহমানের ছেলে।

 

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফুল আমিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে শাহরিয়ারের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এসময় তার ঘরের পেছনে কাপড় দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা পাইপগানটি জব্দ করা হয়। আর অবৈধ অস্ত্র রাখায় আটক করা হয় শাহরিয়ারকে।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।