এনিয়ে পোস্ট অফিস কর্তৃপক্ষ ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় পোস্ট মাস্টার মো. শামছুল হক সরকার বাংলানিউজকে জানান, বিগত ৬০/৬৫ বছর আগে সরকারি খাস খতিয়াতের জমিতে শম্ভুগঞ্জ মাছ বাজারস্থ সরকারি পোস্ট অফিস নির্মিত হয়।
এছাড়াও তারা পোস্ট অফিসের ডানে-বামে বেশ কিছু জায়গা আগে থেকেই দখল করে রেখেছে। কিন্তু গত ২৬ মার্চ স্থানীয় যুবলীগ নেতারা সরকারি জমি জবর দখল পূর্বক পোস্ট অফিসের সামনে আরেকটি স্থাপনা নির্মাণ করেছে।
স্থানীয় সাত নম্বর চর নীলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মীর বলেন, ঘটনাটি আমি শুনেছি। তবে না দেখে কিছু বলতে পারছি না।
তবে ময়মনসিংহ উপ-বিভাগীয় পোস্ট অফিস পরিদর্শক রিপন সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে দেখেছি, স্থানীয় যুবলীগ নেতারা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করার কারণে পোস্ট অফিস আঁড়লে হয়ে গেছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে একাধিকবার মিজানুর রহমান মিজানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এমএএএম/এএটি