বুধবার (২৮ মার্চ) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে পাটগ্রাম উপজেলার কামারেরহাট সোনার ভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ময়না বেগম পাটগ্রাম শহরের আবেদ আলীর স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আবেদ আলীর সঙ্গে মোটরসাইকেলে করে বুড়িমারী থেকে নিজ বাড়িতে ফিরছিলেন ময়না বেগম ও ছেলে মিজানুর রহমান। পথে উপজেলার কামারেরহাট সোনার ভিটা এলাকায় পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাককে অতিক্রম করতে গেলে ট্রাকের ধাক্কায় ময়না ছিটকে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আবেদ আলী অক্ষত থাকলেও ছেলে মিজানুর গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহত মিজানুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। জনতা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, চালক ও সহকারী চালককে আটক করতে পুলিশ চেষ্টা করছে।
বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
আরএ