বুধবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ওই বিদ্যালয় প্রাঙ্গণে তারা শপথ নেয়।
প্রাঙ্গণে উপজেলা ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৫ শতাধিক শিক্ষার্থী শপথ নেয়।
এ সময় শপথ বাক্যপাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বীরগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুসামা মিয়া ।
উপস্থিত ছিলেন বীরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান হাবিব উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বিমল চন্দ্র দাস, নির্বাহী সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী মো. ইয়াকুব আলী বাবুল, বীরগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মো. আবেদ আলী, বীরগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম খান বুলু প্রমুখ।
বাংলাদেশ সময় : ১৬১৭ ঘন্টা, ২৮ মার্চ, ২০১৮
এএটি