ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, মার্চ ২৮, ২০১৮
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় বরমচাল স্টেশনের কাছে সিলেট থেকে চট্টগ্রামগামী লাইনচ্যুত ট্রেনটি দুই ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে রেল চলাচল শুরু হয়। এর আগে বিকেল ৩টার দিকে কুলাউড়া বরমচাল স্টেশনের কাছে তেলবাহী ৯৫২ ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

কুলাউড়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ট্রেনটির পেছনের বগির চাকা লাইনচ্যুত হয়েছে। কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর ট্রেনটি উদ্ধার করে। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

** সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।