বুধবার (২৮ মার্চ) বিকেল ৫টার দিকে রেল চলাচল শুরু হয়। এর আগে বিকেল ৩টার দিকে কুলাউড়া বরমচাল স্টেশনের কাছে তেলবাহী ৯৫২ ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়।
কুলাউড়া রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মফিজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ট্রেনটির পেছনের বগির চাকা লাইনচ্যুত হয়েছে। কুলাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টার পর ট্রেনটি উদ্ধার করে। এখন রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
** সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
আরবি/