বুধবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার চৌমুহনী বাজার সংলগ্ন খাদ্য গুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদুল ইসলাম আজাদ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের আমিনুল হকের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে রকেটের মার্কেট শেষে মোটরসাইকেলে করে চৌমুহনী বাজারের দিকে যাচ্ছিলেন আজাদ। এসময় তিনি খাদ্য গুদাম এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা যাত্রীবাহী একটি টেম্পো তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রকেটের দত্তেরহাট হাউজের আইটি ম্যানেজার মোহাম্মদ হাছান খন্দকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শিকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
আরএ