বুধবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমীন এ দণ্ড দেন।
উজ্জ্বল গোপালপুর পৌরসভার সূতী দিঘুলীপাড়ার বদিউজ্জামানের ছেলে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে জানান, অনেকদিন ধরে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন কয়েকজন বখাটে। এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০টার দিকে ছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করার সময় তারা উত্ত্যক্ত করছিলেন। এসময় পুলিশ এসে উত্ত্যক্তকারীদের মধ্যে উজ্জ্বলকে হাতেনাতে আটক করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে ভ্রম্যমান আদালত বসিয়ে তাকে এ সাজা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এসআই