ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে ইয়াবাসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, মার্চ ২৮, ২০১৮
পিরোজপুরে ইয়াবাসহ আটক ১

‌পি‌রোজপুর: পিরোজপুরে ইয়াবাসহ আকাইদ (২৫) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৮ মার্চ) সকালে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়। আকাইদের বাড়ি নাজিরপুর উপজেলার বাবুরহাট গ্রামে।

তিনি কুমিল্লায় কর্মরত।

ডিবি পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল পৌনে ১০ টার দিকে ডিবির একটি দল ঝাটকাঠি এলাকায় অভিযান চালিয়ে আকাইদকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আকাইদের বিরুদ্ধে ডিবি’র উপ পরিদর্শক (এসআই) শওকত হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক বাংলানিউজকে বলেন, ইয়াবাগুলো বিক্রির জন্য আকাইদ ঘটনাস্থলে নিয়ে এসেছিলেন।

বাংলাদেশ সময়; ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।