বুধবার (২৮ মার্চ) সকালে পিরোজপুর পৌরসভার ঝাটকাঠি এলাকা থেকে তাকে আটক করা হয়। আকাইদের বাড়ি নাজিরপুর উপজেলার বাবুরহাট গ্রামে।
ডিবি পুলিশ সূত্র জানায়, বুধবার সকাল পৌনে ১০ টার দিকে ডিবির একটি দল ঝাটকাঠি এলাকায় অভিযান চালিয়ে আকাইদকে আটক করে। এসময় তার কাছ থেকে ২৩৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আকাইদের বিরুদ্ধে ডিবি’র উপ পরিদর্শক (এসআই) শওকত হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক বাংলানিউজকে বলেন, ইয়াবাগুলো বিক্রির জন্য আকাইদ ঘটনাস্থলে নিয়ে এসেছিলেন।
বাংলাদেশ সময়; ১৬৪৮ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
টিএ