বুধবার (২৮ মার্চ) সকালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের ডিসি ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার জঙ্গিবাদ নির্মূলের মতোই মাদক নির্মূলেও জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছে।
এর আগে মন্ত্রী ট্রেনিং সেন্টারের বিভিন্ন ভবন এবং মিউজিয়াম পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সচিব মো. ফরিদ উদ্দিন আহমেদ, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল জেলা প্রশাসক খান মোহাম্মদ নুরুল আমীন, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল মাবুদ ও শেখ রাজীবুল হাসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহসিন ও মাহমুদুল হাসান ফেরদৌস, মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আফছার উদ্দিন খান, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এসআই