ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

ঢাকা-মানিকগঞ্জ রুটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৫, মার্চ ২৮, ২০১৮
ঢাকা-মানিকগঞ্জ রুটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার মানিকগঞ্জ বাসস্ট্যান্ড/ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: মালিক ও শ্রমিক সংগঠনের আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে ডাকা ঢাকা-মানিকগঞ্জ রুটের ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২৮ মার্চ) বাংলা‌দেশ রোড ট্রান্স‌পোর্ট অথ‌রি‌টির (বিআর‌টিএ) ঢাকা কার্যালয়ে উভয়পক্ষের বৈঠক শেষে দুপুরে ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুস সাদাত সেলিম।

তিনি জানান, ধর্মঘট আহ্বানকারী এবং বিরোধীতাকারী দুই পক্ষ এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে সকালে বিআরটিএ কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব বৈঠকের সভাপতিত্ব করেন। এসময় বিআরটিএর চেয়ারম্যান, মানিকগঞ্জ জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার উপস্থিত ছিলেন। বৈঠকে ঢাকা-মানিকগঞ্জ রুটের ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।

এরআগে চাঁদাবাজি বন্ধসহ পাঁচ দফা দাবিতে বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেন ঢাকা (গাবতলী) জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তবে মানিকগঞ্জের মালিক ও শ্রমিক সংগঠনগুলো ধর্মঘটের বিরোধীতা করে আসছিলো।  

জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটো-টেম্পু ওনার্স গ্রুপ ও মানিকগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রতিহত করার ঘোষণা দেন। সকাল থেকেই তারা ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে। এতে করে ভোগান্তিতে পড়ে সাধারণ ও দূরপাল্লার যাত্রীরা।

বিষয়টি নজরে এলে প্রশাসনের পদক্ষেপে উভয়পক্ষকে নিয়ে বৈঠক করে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।