বুধবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে বালুকান্দি এলাকার কুতুবদিয়া হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আবুল কালাম শরীয়তপুর জেলার বেতেরগঞ্জ এলাকার কুদ্দুস ডাকুয়ার ছেলে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, কুমিল্লায় একটি মেলায় মালামাল সরবরাহ করছিলেন আবুল কালাম। পরে ভোরে মহাসড়কে ঢাকাগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই পিকআপ ও ট্রাক চালক পালিয়ে যায় এবং পিকআপ ও ট্রাক পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
টিএ