আগামী ২৭ এপ্রিল (শুক্রবার) বিকেল ৩টায় রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তন এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।
এতে অংশগ্রহণের জন্য ত্রয়োদশ বিসিএসের সব ক্যাডার সদস্যকে ১৫ এপ্রিলের মধ্যে নাম নিবন্ধন করতে হবে।
অনুষ্ঠানে ফোরাম সদস্যের কৃতি সন্তানদেরও সংবর্ধনা দেওয়া হবে। ২০১৭ সালের প্রাথমিক সমাপনী, জেএসসি, এসএসসি, এইচএচসি পরীক্ষায় এ+ এবং ‘ও’ লেভেল ‘এ’ লেভেল পরীক্ষায় এ অর্জনকারীদের সার্টিফিকেট অথবা ফলাফল সিটের সত্যায়িত ফটোকপি জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে।
সদস্য ও সন্তানদের নাম নিবন্ধন ও তথ্য পাঠানোর জন্য যোগাযোগ করতে হবে ড. মো. সহিদুল ইসলাম (০১৯৫৫৫৫৫৫৫৫), মো. আতাউর রহমান (০১৯২৪৩১৪২১৯), মো. আলমগীর হোসেন (০১৫৫২৫৫১৭৮০), পুলক কান্তি বড়ুয়া (০১৭১২১২৯৫২২) ও মনজু মান আরার (০১৭১১৬৬৪১২৭) সঙ্গে। ইমেইল করা যাবে 1963kibria@gmail.com ও modinapublishers@gmail.com ঠিকানায়।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
এইচএ/