ঢাকা, শনিবার, ৭ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

হতাহত পুলিশ সদস্যদের ২০ লাখ টাকা অনুদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:১০, মার্চ ২৮, ২০১৮
হতাহত পুলিশ সদস্যদের ২০ লাখ টাকা অনুদান অনুদানের চেক তুলে দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া

ঢাকা: দায়িত্বরত অবস্থায় হতাহত ৫২ পুলিশ সদস্য ও তাদের পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২৮ মার্চ) সকালে ডিএমপি সদরদফতরে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এ অনুদানের চেক তুলে দেন।

এসময় ৪৭ জন পুলিশ সদস্যকে ডিএমপি’র ট্রাফিক কল্যাণ ফান্ড থেকে মোট ১১ লাখ ৭৮ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়।

এছাড়া প্রধানমন্ত্রীর এককালীন থোক অনুদান থেকে ৫ জন পুলিশ সদস্যকে মোট ৯ লাখ টাকা দেন তিনি।

নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, কর্তব্যরত অবস্থায় কেউ নিহত হলে তার পরিবারের পাশে থাকা আমাদের দায়িত্ব। আর যদি কেউ আহত হয় তার চিকিৎসার জন্য সবধরনের ব্যবস্থা ডিএমপি করবে।

ডিএমপি’র সদস্যদের সহযোগিতা করতে ডিএমপি পরিবার সবসময় আন্তরিকতার সঙ্গে চেষ্টা করে বলেও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. শাহাব উদ্দিন কোরেশী, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) ওয়াই এম বেলালুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) দেবদাস ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্‌) কৃষ্ণ পদ রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৮
পিএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।